ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আসন্ন। সেই উৎসব উপলক্ষে হাওড়া জেলার বাগনান শহরে হিন্দু সংহতির কর্মীদের আয়োজনে গত ১১ই আগস্ট এক বিশাল বাইক মিছিল করা হয়। কয়েকশত যুবকের বাইকের মিছিল পুরো বাগনান শহর পরিক্রমা করে। হিন্দু সংহতির কর্মীরা শহরের মানুষদেরকে ধর্মরক্ষার কাজে এগিয়ে আসার বার্তা পৌঁছে দেয়। হিন্দু সংহতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সহ সম্পাদক শ্রী মুকুন্দ কোলে এবং শ্রী সুজিত মাইতি।
আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে বাগনানে হিন্দু সংহতির বাইক মিছিল
