শিয়ালদাহ স্টেশনের নাম ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি টার্মিনাস করার দাবি হিন্দু সংহতি দীর্ঘদিন করে আসছে। সেই দাবিতে রাজ্যব্যাপী হিন্দু সংহতির কর্মী-সমর্থকেরা ঝাঁপিয়ে পড়েছে। এবার সেই দাবিতে হাওড়া জেলার বাগনান শহরে হিন্দু সংহতির কর্মীরা স্বাক্ষর সংগ্রহ অভিযান চালালো। গতকাল ১১ই আগস্ট, রবিবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই অভিযানের কিছু মুহূর্ত-
শিয়ালদাহ স্টেশনের নাম ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি টার্মিনাস করার দাবিতে বাগনানে স্বাক্ষর সংগ্রহ অভিযান
