শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তন করে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী টার্মিনাস করার দাবী হিন্দু সংহতি দীর্ঘদিন ধরে করে আসছে। ঐ দাবীর সমর্থনে গতকাল ৮ই আগস্ট, বৃহস্পতিবার পুনরায় ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজারের মাধ্যমে ভারতবর্ষের রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হলো। এছাড়া ঐ দাবীতে হিন্দু সংহতির পক্ষ থেকে শিয়ালদহ স্টেশন চত্বরে স্বাক্ষর সংগ্ৰহ অভিযান করা হলো। এই স্বাক্ষর সংগ্রহ অভিযানে আশাতীত সমর্থন পাওয়া গিয়েছে। স্বতঃস্ফূর্তভাবে সর্বস্তরের মানুষ এগিয়ে এসে স্বাক্ষর প্রদান করেছেন। এই স্বাক্ষর সংগ্ৰহ আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য সাংবাদিকদের জানান যে পূর্ব পাকিস্তান থেকে নির্যাতিত হয়ে ভারতে আসা বাঙ্গালী হিন্দু উদ্বাস্তুদের একটা বড়ো অংশের প্রাথমিক আশ্রয়স্থল ছিলো শিয়ালদহ স্টেশন চত্বর। সেই উদ্বাস্তুদের মানবিক অধিকার এবং সঠিক পুনর্বাসনের দাবীতে সর্বাধিক সোচ্চার ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জী। সেজন্যে তার নামে এই স্টেশনের নামকরন হলে একদিকে ঐ সিংহপুরুষকে প্রকৃত সম্মান প্রদর্শন করা হবে , অপরদিকে ইতিহাসের এক বিস্মৃত অথচ গুরুত্বপূর্ণ অধ্যায়কেও সামনে নিয়ে আসা সম্ভব হবে। কেন্দ্রীয় সভাপতি ছাড়াও এই স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব।
শিয়ালদহ স্টেশনের নাম ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী টার্মিনাস করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান
