স্কুল পরীক্ষার প্রশ্নপত্রে উঠে এল ‘জয় শ্রীরাম’ ও ‘কাটমানি’ প্রসঙ্গ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির মগরায়। দশম শ্রেণীর পরীক্ষার ওই প্রশ্নপত্র ঘিরে বিতর্কের জেরে ওই অংশটি বাতিল করে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দিয়ে দেওয়ার নিদান ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। মোট ৪০ নম্বরের পরীক্ষায় ৫ নম্বর ওই প্রশ্নের জন্যে বরাদ্দ হয়েছিল। মগরার আকনা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে গত ৫ আগস্ট দশম শ্রেণীর দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়েছিল। সেখানে ‘সংবাদপত্রে প্রতিবেদন লিখনশৈলী’ পর্বে ওই কাটমানি ও জয় শ্রীরাম নিয়ে প্রশ্ন আসে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ‘জয় শ্রীরাম ধ্বনি সমাজজীবনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে’— এনিয়ে প্রতিবেদন লিখতে বলা হয়। এর বিকল্প প্রশ্নটিও ছিল সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুভিত্তিক। সেখানে বলা হয়, ‘কাটমানি বন্ধ ও ফেরত পশ্চিমবঙ্গ সরকারের একটি সাহসী পদক্ষেপ।’ বলাই বাহুল্য এই প্রশ্নের মধ্য দিয়ে রাজনৈতিক পক্ষপাতিত্বের মনোভাব প্রকাশ পেয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠতে শুরু করে।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্কুলেরই এক শিক্ষক ওই প্রশ্নপত্র তৈরি করেছিলেন। বিতর্কের জেরে তিনি রীতিমতো বিড়ম্বনায় পড়েছেন। ওই শিক্ষকের ঘনিষ্ঠ মহলের দাবি, সাম্প্রতিক ইস্যু হিসাবে ওই দু’টিকে সংবাদপত্রে প্রতিবেদন লিখনশৈলী পর্বে রাখা হয়েছিল। কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। যদিও বিতর্ক এড়াতে সংশ্লিষ্ট শিক্ষক নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।
হুগলির স্কুলে প্রশ্ন এলো – ”জয় শ্রী রাম” ধ্বনি সমাজজীবনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে
