বাঙালি হিন্দুর মাটি বাঁচানোর লড়াইয়ের নাম হিন্দু সংহতি। বাঙালি হিন্দুর সম্মান বাঁচানোর লড়াইয়ের নাম হিন্দু সংহতি। পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি হিন্দুর অধিকার রক্ষার লড়াইয়ের নাম হিন্দু সংহতি। জেহাদ মুক্ত পশ্চিমবঙ্গের স্বপ্নকে বাস্তবায়নের সংকল্পের নাম হিন্দু সংহতি।
নাবালিকা হিন্দু মেয়েকে জেহাদিদের কবল থেকে রক্ষা করলো হিন্দু সংহতি
রিতা দাস (নাম পরিবর্তিত, বয়েস ১৬ বছর ), পূর্ব বর্ধমান মেমারি থানার বাসিন্দা নাবালিকাটিকে প্রেমের জালে ফাঁসিয়া বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায় এক মুসলিম যুবক। এলাকা সূত্রে খবর, ছেলে শুধু স্বভাব-চরিত্রই খারাপ নয়, নারী পাচার চক্রের সঙ্গে তার যোগাযোগ আছে বলে সন্দেহ। এই হেন অবস্থায় পিতৃহীন মেয়েটির পরিবার (মা, মামা ও ঠাকুরমা ) হিন্দু সংহতির সঙ্গে যোগাযোগ করে ও তাদের মেয়েকে উদ্ধার করে দিতে কাতর আবেদন জানায়। হিন্দু সংহতির কেন্দ্রীয় কমিটির সহায়তায় পূর্ব বর্ধমান জেলার একটি ইউনিট কাজে নেমে পরে। অবশেষে হিন্দু সংহতির চাপে গতকাল (০৬/ ০৮/ ২০১৯) ছেলের পরিবার নাবালিকা মেয়েটিকে তার মা-এ হাতে তুলে দেয়। মেয়েকে কাছে পেয়ে মা ও মেয়েটির পরিবার হিন্দু সংহতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মেমারি থানায় অভিযোগ দায়ের করেছে মেয়েটির পরিবার। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।