সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হলেও বেসরকারি উদ্যোগে চলা মাদ্রাসাগুলিকে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার জন্য এককালীন আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। সংখ্যালঘু ও মাদ্রাসা বিষয়ক দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর বেসরকারি পরিচালনাধীন মাদ্রাসাগুলিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সময় জানিয়ে দেওয়া হয়েছিল, স্বীকৃতি দেওয়া হলেও কোনও আর্থিক দায় রাজ্য সরকার নেবে না। ২৩৪টি বেসরকারি মাদ্রাসা পরবর্তীকালে স্বীকৃতি পায়। তবে বহু মাদ্রাসা স্বীকৃতি চেয়ে আবেদন করলেও সবাই তা পায়নি। সরকার তাদের আর্থিক অনুদান দিতে না চাইলেও স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসাগুলি আর্থিক সহায়তা চাইতে থাকে। এই ইস্যুতে একাধিকবার অবস্থান আন্দোলন হয়েছে। গত কয়েক বছর ধরে সরকারের সঙ্গে আন্দোলনকারী শিক্ষকদের একাধিকবার আলোচনা হয়েছে। শিক্ষকদের বেতন সরকার দিক, এটাই তাঁদের মূল দাবি ছিল। ২০১৪ সাল থেকে বছরখানেক কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ তহবিল থেকে বেসরকারি মাদ্রাসার কয়েকজন শিক্ষককে ভাতা দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেই ভাতা বন্ধ হয়ে যায়।
অনুমোদনপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসাকে অর্থ সাহায্যের ঘোষণা রাজ্যের

আনএডেড মাদ্রাসা বাঁচাও কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহব জানিয়েছেন, বেসরকারি পরিচালনাধীন বহু মাদ্রাসার পাকা ঘর সহ প্রয়োজনীয় পরিকাঠামো নেই। সরকারি অনুদানে এবার স্থায়ী পরিকাঠামো তৈরি করা যাবে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সক্রিয়তায় পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।