বাড়িতে সারাইয়ের কাজে মুসলিম রাজমিস্ত্রি লাগিয়েছিলেন নেতাজীনগরের দম্পতি দিলীপ মুখোপাধ্যায় এবং স্বপ্না মুখোপাধ্যায়। কিন্তু তাঁরা হয়তো কখনো ভাবেননি সেই রাজমিস্ত্রির হাতেই তাদের খুন হতে হবে। গত ৩০শে জুলাই নেতাজিগরের নিজের বাড়িতে ওই দম্পতির মৃতদেহ উদ্ধার হয়। দিলীপ মুখোপাধ্যায়কে বালিশ চাপা দিয়ে খুন করা হয় এবং স্বপ্না মুখোপাধ্যায়ের দেহ দোতলার সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। বাড়ি থেকে চুরি গিয়েছিলো সোনার গয়না এবং টাকা। পুলিস তদন্তে নেমে জানতে পারে যে কিছুদিন আগেই বাড়ির কাজের জন্য রাজমিস্ত্রী নিযুক্ত করেছিলেন ওই দম্পতি। তারপরেই রাজমিস্ত্রীর খোঁজ করতে গিয়ে জানতে পারেন যে খুনের পরেরদিন থেকেই রাজমিস্ত্রি মহম্মদ হামরুজ আলম কলকাতা থেকে বেপাত্তা। তারপরেই তদন্তে নেমে কলকাতা পুলিস বিহার থেকে তাকে গ্রেপ্তার করে। সে বিহারের কাটিহারে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল। তাঁর কাছ থেকে দিলীপ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গয়না এবং টাকা উদ্ধার করে পুলিস। সেইসঙ্গে জেরায় সে ওই দম্পতিকে খুনের কথা স্বীকার করেছে। আরও তথ্য জানার জন্য পুলিস তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।
নেতাজীনগরে হিন্দু দম্পতি খুনের ঘটনায় গ্রেপ্তার রাজমিস্ত্রি মহম্মদ হামরুজ আলম
