বিগত কয়েক বছর ধরে ওয়াকফ বোর্ডের মাধ্যমে ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে রাজ্য সরকার। কিন্তু অনেকেই ইমাম বা মুয়াজ্জিন না হয়েও ভুয়ো নথিপত্র জমা দিয়ে ভাতা তুলেছেন কয়েক বছর ধরে। এমনই অভিযোগ ভুরি ভুরি আসছে রাজ্য ওয়াকফ বোর্ডের দপ্তরে। এই পরিস্থিতিতে রাজ্য ওয়াকফ বোর্ডের ম্যাডান স্ট্রিটের কার্যালয়ে একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিয়েছেন চিফ এক্সিকিউটিভ অফিসার। তাতে বলা হয়েছে, যারা ইমাম বা মুয়াজ্জিন ভাতা গ্রহণ করছেন বা ঐসব ভাতা পাওয়ার জন্যে আবেদন করেছেন, তাদের ওয়াকফ বোর্ডের কার্যালয়ে আসতে হবে। ভাতা পাওয়ার জন্য সমস্ত নথি জমা দিতে হবে। সেইসঙ্গে যদি ভুল নথি জমা দেয়, তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক অফিসার জানিয়েছেন, ”আমাদের কাছে অভিযোগ এসেছে, এমন অনেকেই ভাতা নিচ্ছেন বা ভাতা নেবার জন্য আবেদন করেছেন, যাদের ভাতা পাওয়ার যোগ্যতা নেই। অভিযোগ পেয়েই আমরা সেইসব ব্যক্তির আবেদন খুঁটিয়ে দেখি। এতে অনেকের আবেদনপত্র বাতিল করা হয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা কয়েকশো হবে”’।