কিছুদিন আগে বেহালার শিশিরবাগানে নিজের বাড়িতে খুন হন শুভ্রা ঘোষ দস্তিদার নামে এক বৃদ্ধা। সেই ঘটনার তদন্তে নেমে বেহালা থানার পুলিস গ্রেপ্তার করলো সুলতানকে। তাকে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থেকে গ্রেপ্তার করে পুলিস। জানা গিয়েছে, সুলতান ওই বৃদ্ধার বাড়িতে এর আগে রং-এর মিস্ত্রি হিসেবে কাজ করেছিল। সে জানতো যে বৃদ্ধা বাড়িতে একা থাকেন। আর সেই সুযোগে ওই বৃদ্ধাকে খুন করে বাড়িতে ডাকাতি করে সুলতান। পুলিস ঘটনার তদন্তে নেমে গত ১ লা আগস্ট বিষ্ণুপুর থেকে সুলতানকে গ্রেপ্তার করে।
বেহালার শিশিরনগরে মহিলা খুনের ঘটনায় গ্রেপ্তার রং মিস্ত্রি সুলতান
