গত ২৬শে জুন, সন্ধ্যায় এক মুসলিম বাইক চালক সফিকুল সরদার,( যার বাড়ি জীবনতলা থানার অন্তর্গত নাগরতলা গ্রামে ) -এর বাইকের ধাক্কায় শুভঙ্কর মন্ডল নামে ৫ বছর বয়সী এক হিন্দু শিশুর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত আন্ধারিয়া গ্রামে। জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যায় সফিকুল সরদারের বাইকের ধাক্কায় শুভঙ্কর মন্ডল নামক একজন শিশু গুরুতর আহত হয়। তাকে দ্রুত ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাকে চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করেন ক্যানিং হাসপাতালের চিকিৎসকেরা। কিন্তু চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শুভঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। এরপর থানায় অভিযোগ দায়ের করে শুভঙ্করের পরিবার। কিন্তু এখনো পর্যন্ত বাইকও আটক করেনি পুলিস এবং অভিযুক্ত সফিকুল সরদারকেও গ্রেপ্তার করেনি পুলিস। অন্যদিকে এলাকার কিছু প্রভাবশালী মুসলিম ব্যক্তি মৃত শুভঙ্করের পরিবারের লোকজনকে নানাভাবে চাপ সৃষ্টি করছে, টাকার লোভও দেখাচ্ছে এবং কেস তুলে নেবার জন্যেও চাপ সৃষ্টি করছে।
মুসলিম বাইক চালকের ধাক্কায় হিন্দু শিশুর মৃত্যু, নির্বিকার পুলিস-প্রশাসন
