এক হিন্দু যুবককে দলবদ্ধভাবে মারধর করলো মুসলিম যুবকেরা। থানায় অভিযোগ করার পর কয়েকদিন কেটে গেলেও দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে ব্যর্থ পুলিস। শেষমেশ সুবিচারের আশায় হিন্দু সংহতির স্থানীয় প্রতিনিধিদের দ্বারস্থ হলেন ওই যুবক। জানা গিয়েছে, গত ১৮ই জুন, বাজার থেকে ফেরার সময় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত ঘোষডিহা গ্রামের বাসিন্দা শংকর কালসারের ভাই বুদ্ধদেব কালসারকে ব্যাপক মারধর করে পাশের সরিষাখোল গ্রামের কিছু মুসলিম ব্যক্তি। তাদের মারে আহত হন তিনি। পরে কেশপুর থানায় ভাইকে মারধর করার অভিযোগ দায়ের করেন তিনি, যার নম্বর -১২৬/১৯ । পুলিস সেই অভিযোগের ভিত্তিতে IPC ৩৪১/৩২৫/৪২৭/৩৪ ধারায় মামলা দায়ের করেছে। কিন্তু কয়েকদিন কেটে গেলেও পুলিস একজন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করতে পারেনি। এমতাবস্থায় ওই যুবক হিন্দু সংহতির দ্বারস্থ হয়েছেন সহযোগিতা চেয়ে। হিন্দু সংহতির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।