আজ কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে ডঃ হেডগেওয়ার প্রজ্ঞা সম্মান তুলে দেওয়া হল হিন্দি ভাষার জাতীয়তাবাদী সাহিত্যিক শ্রী হৃদয় নারায়ণ দীক্ষিতের হাতে। শ্রী হৃদয় নারায়ণ দীক্ষিত জাতীয়তাবাদী হিন্দি সাহিত্যের অগ্রগণ্য লেখক এবং বর্তমানে উত্তরপ্রদেশ বিধানসভার অধ্যক্ষও। তিনি হিন্দি ভাষায় প্রায় ২৫ টিরও বেশি গ্রন্থের রচয়িতা। আজ এই পুরস্কার দেওয়া হল কলকাতার শতবর্ষ প্রাচীন বড়বাজার কুমারসভা পুস্তকালয়ের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী কেশরী নাথ ত্রিপাঠি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল শ্রী রাম নাইক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী লক্ষী নারায়ণ ভালা। সাহিত্যিক হৃদয় নারায়ণ দীক্ষিতের হাতে পুরস্কার তুলে দেন শ্রী রাম নাইক মহাশয়। পুরস্কার নিয়ে শ্রী হৃদয় নারায়ণ দীক্ষিত তাঁর বক্তব্যে বলেন যে, ”আমি এই সম্মান পেয়ে গর্বিত। আমি যখন দেশের সেবা কাজে আত্মনিয়োগ করি, সেই কাজে সামান্য সহযোগ হলো আমার এই সাহিত্য রচনা। আর সেই রচনা আজ আমাকে পুরস্কার এনে দেওয়ায় আমি সত্যিই অভিভূত।” উত্তর প্রদেশের রাজ্যপাল শ্রী রাম নাইক তাঁর বক্তব্যে ভারতীয় সংস্কৃতির অতীত গৌরবের কথা তুলে ধরে বলেন যে, ভারতের গৌরবময় ইতিহাসের পুনর্জাগরণে বাঙালি সাহিত্যিক বঙ্কিম চন্দ্রের বন্দেমাতরম ধ্বনির অবদান অনস্বীকার্য। আর আজ ভারত যখন ধীরে ধীরে তাঁর হারানো গৌরব ফিরে পাচ্ছে, তখন কিছু মানুষ যারা বন্দে মাতরম বলতে অস্বীকার করে, যা সত্যি বেদনাদায়ক।” রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি তাঁর বক্তব্যে বার বার ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নেন। তিনি বলেন যে, ভারতের একতায় ও রক্ষায় তাঁর অবদান কখনোই ভোলার নয়। সেই প্রসঙ্গে এক অতীত ঘটনার স্মৃতিচারণ করে বলেন যে, একবার সংসদে নেহেরু শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে বলেছিলেন যে ” I will crush this mentality .” তার উত্তরে শ্যামাপ্রসাদ বলেছিলেন, ” I will crush this crushing mentality of yours .” সেইসঙ্গে ভারতের জাতীয়তাবাদী রাজনীতির উত্থানে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানের কথা মনে করিয়ে দেন। প্রসঙ্গত এর পূর্বে ডঃ হেডগেওয়ার প্রজ্ঞা সম্মানে ভূষিত হয়েছেন এম ভি কামাথ, মোরেপন্ত পিঙ্লে, দীনানাথ বাত্রা, শ্রী অশোক সিঙ্ঘল, ডঃ মুরলি মনোহর যোশী -এর মতো উজ্জ্বল ব্যাক্তিত্ব।
বড়বাজার কুমারসভা পুস্তকালয়ের শতবর্ষে ডঃ হেডগেওয়ার প্রজ্ঞা সম্মানে ভূষিত হলেন শ্রী হৃদয় নারায়ণ দীক্ষিত
