সাম্প্রতিককালে উত্তর ২৪ পরগণার সন্দেশখালি, ন্যাজাট অঞ্চলে মুসলিম জিহাদি কর্তৃক ঘটে যাওয়া হিন্দু গণহত্যা ও বিতাড়ন তথা NRS-সহ পশ্চিমবঙ্গের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে ডাক্তারদের উপর বিজাতীয় জিহাদী অত্যাচার ও তার সাথে পাল্লা দিয়ে প্রশাসনিক নির্বিকারত্বের প্রতিবাদে একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন “নাগরিক সমাজ”-এর উদ্যোগে গতকাল উত্তর কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেলো এক বিশাল “মৌন মিছিল”-এর। গত ১৫ই জুন, সিমলা স্ট্রীটস্থিত স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে ঠিক সন্ধ্যে ছ’টায় প্রায় ২৫০-৩০০ সচেতন জাতীয়তাবাদী ব্যক্তিবর্গ পরিবৃত্ত হয়ে উক্ত মিছিলটির পথচলা শুরু হয় এবং প্রায় সন্ধ্যে সাড়ে সাতটায় শেষ হয় শ্যামবাজার পাঁচমাথার মোড়ে।
সমাজের সর্বস্তরের-সর্বপেশার মানুষ উক্ত মিছিলটির শোভাবর্ধন করেছিলেন। মিছিলের একেবারে সামনের সারিতে ছিলেন বিশিষ্ট সাংবাদিক শ্রী রন্তিদেব সেনগুপ্ত মহাশয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM), কলকাতার প্রাক্তন অধ্যাপক শ্রী অম্বুজ মোহান্তি মহাশয়, হিন্দু সংহতির বর্তমান সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয় ও সহ সম্পাদক শ্রী সুজিত মাইতি মহাশয়, “হিন্দু চোর” খ্যাত নাট্যকার শ্রী প্রবীর মন্ডল মহাশয়, ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা শ্রী সুমন ব্যানার্জী মহাশয়, “ছোট বউ” ও অন্যান্য চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী শ্রীযুক্তা দেবিকা মুখার্জী মহাশয়া, রাজনীতিবিদ শ্রীযুক্তা বনশ্রী সেনগুপ্ত মহাশয়াদের মতো ব্যক্তিত্বরা। এ ছাড়াও মিছিলে পা মিলিয়েছিলেন “অমৃতস্য পুত্রা” খ্যাত সুলেখক শ্রী দেবাশীষ লাহা মহাশয়ের মত উল্লেখযোগ্য ব্যক্তিরাও। উক্ত মিছিলে সমাজের সাধারণ মানুষদের যোগদান ছিলো চোখে পড়ার মতো।