আজ বিকেলে সন্দেশখালীতে হিন্দু গনহত্যার প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং বাজারে বিক্ষোভ মিছিল করলো হিন্দু সংহতির নেতা-কর্মীরা। এছাড়াও মিছিল থেকে গণহত্যার প্রধান অভিযুক্ত শাজাহান শেখের ফাঁসির দাবি তোলা হয়। এই প্রতিবাদ মিছিল পুরো ক্যানিং বাজার পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন হিন্দু সংহতির রাজ্য কমিটির সদস্য শ্রী দীনবন্ধু ঘরামী, কোষধক্ষ্য শ্রী সাগর হালদার, অনিল মন্ডল, ভাস্কর সর্দার , স্বপন মন্ডল এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সন্দেশখালীতে হিন্দু গণহত্যায় দোষীদের শাস্তির দাবিতে ক্যানিং-এ প্রতিবাদ মিছিল হিন্দু সংহতির
