বিজয় মিছিলকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলের সংঘর্ষ সাম্প্রদায়িক রূপ নিলো। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৯ই জুন, শনিবার শীতলকুচিতে বিজেপির পক্ষ থেকে একটি বিজেপি মিছিল বের করা হয় শীতলকুচি বাজারের পাশেই রথের ডাঙ্গাতে। যখন মিছিল একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলো, সেইসময় মিছিলের কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে করেকজন বিজেপি সমর্থক। সেই থেকে হাতাহাতি পর্যন্ত হয়। তারপরেই কিছুক্ষনের মধ্যেই বিশাল সংখক মুসলমান টিএমসির ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়ে। একের পর এক হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর চালায়। রথের ডাঙায় হিন্দুদের দোকানপাট ভাঙচুর করে মুসলমানেরা পুলিসের সামনেই। RAF শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। উন্মত্ত মুসলিম জনতাকে আটকানোর চেষ্টা করেনি। ফক্করের হাটের বেছে হিন্দুদের দোকানগুলিতে ভাঙচুর চালায় মুসলিমরা। ধীরে ধীরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পাগলাপীর, পঞ্চারহাট এলাকায়। হিন্দুদের লক্ষ করে গুলিও চালায় মুসলিমরা। এছাড়াও, এটা যে শুধু রাজনৈতিক সংঘর্ষ ছিল না, তাঁর প্রমান মেলে অচিরেই। টিএমসির ঝান্ডাধারী উন্মত্ত মুসলমান জনতা ভাঙচুর করে পাগলাপীর এলাকার হরিমন্দির, ফক্করের হাটের হরিমন্দির এবং পঞ্চারহাটের হরিমন্দির। গুলিতে আহত হয় দুইজন হিন্দু যুবক। স্থানীয় বাসিন্দারা হিন্দু সংহতিকে জানিয়েছেন যে বিজেপি তকমা দিয়ে এই আক্রমণের আসল লক্ষ্য ছিল হিন্দুরা। ঘটনা পর্যালোচনা করে সেই ইঙ্গিতও মিলছে।
শীতলকুচিতে বিজেপি -তৃণমূলের সংঘর্ষের আড়ালে আক্রান্ত হিন্দু; বাড়ি-ঘর, দোকান ও মন্দির ভাঙচুর; চললো গুলি
