উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালীর ভাঙ্গিপাড়া গ্রামের নিহত হিন্দু সংহতির কর্মী এলাকার হিন্দু নেতা প্রদীপ মন্ডলকে খুন করার প্রতিবাদে আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার কানিংয়ের তালদি স্টেশনে পথ অবরোধ করলো হিন্দু সংহতি। প্রদীপের রাজনৈতিক পরিচয় ছিল । সে ছিল বিজেপি কর্মীও। আজ কয়েকশ হিন্দু সংহতি কর্মী, সমর্থক স্বপন মন্ডল, সাগর হালদার এবং রাজ্য কমিটির সদস্য দীনবন্ধু ঘরামীর নেতৃত্বে শিয়ালদহ দক্ষিণ শাখার তালদি স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভ, অবরোধে বক্তব্য রাখেন শ্রী দীনবন্ধু ঘরামী। প্রায় ৩০ মিনিট ধরে এই অবরোধ চলে। শেষে সাধারণ মানুষদের অসুবিধার কথা ভেবে এই অবরোধ তুলে নেওয়া হয়।
হিন্দু সংহতির কর্মী প্রদীপ মন্ডল খুনের প্রতিবাদে তালদিতে রেল অবরোধ হিন্দু সংহতির
