গত ৫ই জুন, বুধবার ঈদের দিন সাম্প্রদায়িক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো আসানসোলের ৪১নং ওয়ার্ডের দিলদারনগর এলাকা। স্থানীয় এক বাসিন্দা হিন্দু সংহতিকে জানিয়েছেন যে ঈদ উপলক্ষে মুসলমানেরা ডিজে বাজাচ্ছিল। সন্ধে হতেই ডিজের সাউন্ড বেড়ে যায়। সেই সঙ্গে মদ্যপ মুসলিম যুবকেরা রাস্তা দিয়ে যাওয়া হিন্দুদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এছাড়াও এলাকার হিন্দু মন্দিরগুলির সামনে মদ্যপ মুসলিম যুবকেরা জটলা পাকাতে থাকে। এলাকার কিছু হিন্দু ব্যক্তি এর প্রতিবাদ করলে মুসলিম যুবকেরা তাদের আক্রমণ করে। ইটের আঘাতে কয়েকজন আহত হয়। তারপরেই ওই মুসলিম যুবকেরা হিন্দুদের বাড়ি, গাড়ি লক্ষ্য করে ব্যাপক ইট ছুড়তে থাকে। এরপর কিছু হিন্দু যুবক প্রতিরোধ শুরু করে। দুপক্ষের মধ্যে ব্যাপক ইট ছোড়াছুড়ি হয়। মুসলিমরা কয়েকটি গাড়িতে আগুন দেয়। এইসবের পরে রাতে এলাকায় বিশাল পুলিসবাহিনী ও RAF এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা বিভিন্ন পাড়ায় টহল দেয়। এসডিপিও সায়ক দাস বলেন, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঈদের দিন হিন্দু-মুসলিম সংঘর্ষ আসানসোলের দিলদারনগরে
