আসামের উধারবন্দের দয়াপুরে এক হিন্দু যুবককে মারধর করার ঘটনায় অভিযুক্ত মুসলিম দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিস কোনো পদক্ষেপ না নেওয়ায় দু ঘন্টা ভিআইপি সড়ক অবরোধ করলো হিন্দু সংহতি। গতকাল ২৬শে মে, রবিবার বেলা বারোটায় কালীবাড়ি রোডের হিন্দু সংহতি কার্যালয় থেকে প্রায় শতাধিক হিন্দু সংহতির যুবক কর্মী মিছিল করে গিয়ে উধারবন্দ থানা ঘেরাও করে। থানায় ওসি অমিত সূত্রধর দোষীদের গ্রেপ্তার করার বিষয়ে কোনোরকম আশ্বাস দিতে ব্যর্থ হন। তখন ক্ষিপ্ত হিন্দু সংহতির কর্মীরা শহরের ব্যস্ততম রাস্তা ভিআইপি রোড অবরোধ করার সিদ্ধান্ত নেন। অল্প সময় পরে প্রবল বৃষ্টি শুরু হয়। তবুও হিন্দু সংহতির কর্মীরা অবরোধ চালিয়ে যেতে থাকেন। অবরোধে প্রচুর বাস,গাড়িসহ অন্যান্য যানবাহন আটকে পড়ে। তখন প্রশাসনের টনক নড়ে। ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পরিষদ সদস্য প্রবল চন্দ এবং উধারবন্দের সার্কেল অফিসার কুলদীপ হাজারিকা। তিনি এসে আন্দোলনরত হিন্দু সংহতির কর্মীদের সঙ্গে কথা বলেন। হিন্দু সংহতির তরফে বলা হয় যে, আগামী ২৮শে মে-এর মধ্যে অভিযুক্ত মুসলিম দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে হিন্দু সংহতি, সে কথা জানানো হয় পুলিসকর্তাকে। সেই মতো সার্কেল অফিসার দাবি মেনে নেন এবং অবরোধ তুলে নেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, পানগ্রাম দ্বিতীয় খন্ডের বাসিন্দা চিত্তরঞ্জন দাসের ছেলে শুভমের ওপর গত ১০ই মে সন্ধ্যা ৭টায় দয়াপুর সিআরপিএফ ক্যাম্পের সামনে কাবুল লস্কর, কাদির লস্কর, সাঈদ লস্কর, সিজু লস্করসহ আরও বেশ কয়েকজন মুসলিম দুষ্কৃতী রড, দা দিয়ে আক্রমণ করে। তাঁর কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিস। তাই হিন্দু যুবক শুভমকে সুবিচার পাইয়ে দেবার লক্ষ্যেই হিন্দু সংহতির এই আন্দোলন।
হিন্দু যুবককে মারধর, অভিযুক্তদের গ্রেপ্তার না করায় থানা ঘেরাওয়ের পর উধারবন্দে ভিআইপি সড়ক অবরোধ হিন্দু সংহতির
