আসামের তেজপুরের বাসিন্দা বাসুদেব বিশ্বাস। তাঁর পরিচয় সে একজন বাঙালি হিন্দু। ৫৮ বছর বয়সী বাসুদেব বিশ্বাসের পরিবারের সকলে ভারতীয় হলেও, সরকারের চোখে তিনি ছিলেন বাংলাদেশী। তাই তাকে গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। গত ১২ই মে, শনিবার সেই ডিটেনশন ক্যাম্পেই মৃত্যু হয় বাসুদেব বিশ্বাসের। কিন্তু মৃত্যুর পর তাঁর দেহ নিতে অস্বীকার করলো পরিবার। কিন্তু কারণ কি? পরিবারের বক্তব্য, আসলে ভারতীয় হলেও তাকে বাংলাদেশী চিহ্নিত করেই ছেড়েছে প্রশাসন। তাকে জীবিত অবস্থায় যখন ফেরানো গেল না, তখন তাঁর মৃতদেহ নিয়ে কি হবে? পরিবারের আরও দাবি, ডিটেনশন ক্যাম্পে অবহেলা ও অত্যাচারেই বাসুদেববাবুর মৃত্যু হয়েছে। কিন্তু সরকারের তরফে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ বলা হচ্ছে। বাসুদেববাবুর পুত্ররা দেহ নিতে অস্বীকার কারণ হিসেবে বলেছেন যে, বাবা যেহেতু বাংলাদেশী ছিল, তাই তাঁর মৃতদেহ বাংলাদেশে পাঠাক সরকার। আর এসবের ফাঁপরে পড়ে হতভাগ্য বাঙালি হিন্দু বাসুদেব বিশ্বাসের মৃতদেহ মর্গেই পড়ে আছে।