গত ১১ই মে, হিন্দু সংহতির সমূদ্রগড় শাখার আয়োজিত মা কালীর পূজা মহা ধুমধামের সঙ্গে পালিত হলো। পূজার সঙ্গে ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে বন্দী তিন হিন্দু সংহতি কর্মী শ্রী সঞ্জিত শর্মা, শ্রী প্রতাপ সরকার এবং শ্রী সঞ্জয় সূত্রধর-এর মুক্তির দাবি তোলা হয় । আজ ছিল পূজার প্রথম দিন। প্রথম দিনে যজ্ঞের আয়োজন করা হয়েছিল। যজ্ঞনুষ্ঠানে আশেপাশের প্রচুর মানুষ যোগ দিয়েছিলেন। সন্ধ্যায় পূজাস্থলে প্রচুর লোকের সমাগম ঘটে এবং পূজা প্রাঙ্গণ মেলার আকার ধারণ করে। সেই সঙ্গে আপামর জনগণকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। হিন্দু সংহতির পক্ষ থেকে সম্পাদক শ্রী সুন্দর গোপাল দাস এবং সহ সম্পাদক শ্রী সুজিত মাইতি উপস্থিত ছিলেন।
সমূদ্রগড়ে হিন্দু সংহতি আয়োজিত মা কালীর পূজায় জনসমুদ্র
