হিন্দু সংহতি সমুদ্রগড় শাখা আয়োজিত মা কালী পূজার দ্বিতীয় দিনে অর্থাৎ গতকাল ১২ই মে, রবিবার এলাকার দরিদ্র মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হলো হিন্দু সংহতির পক্ষ থেকে। এই অনুষ্ঠানের শুরুতে সকালে অনুষ্ঠিত বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয়। তারপরেই বস্ত্র বিতরণের অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে সমুদ্রগড় এলাকার শতাধিক মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। হিন্দু সংহতির পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক শ্রী সুন্দর গোপাল দাস, সহ সম্পাদক শ্রী সুজিত মাইতি। এছাড়াও এই অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সংহতির প্রমুখ কর্মী শ্রী শিবু রাজবংশী, শ্রী প্রশান্ত শিকদার এবং সুমন দাস।
সমুদ্রগড়ে হিন্দু সংহতির বস্ত্র বিতরণ
