আসামের এক মুসলিম যুবক ভগবান শ্রী রাম সম্পর্কে অশ্লীল ভাষায় পোস্ট করে। তাঁর অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে গত ২৪শে এপ্রিল, বুধবার কাছাড় জেলার অন্তর্গত শিলচর সদর থানায় FIR দায়ের করা হলো হিন্দু সংহতির পক্ষ থেকে। অভিযোগ দায়ের করেছেন হিন্দু সংহতির কর্মী বিজয়ন নাথ। আসামের হিন্দু সংহতির প্রতিনিধি সূত্রে জানা গিয়েছে, ওই মুসলিম যুবকের নাম আফজল চৌধুরী। তাঁর বাড়ি করিমগঞ্জে হলেও বর্তমানে সে গুয়াহাটির রাজগড় রোডের চান্দমারী এলাকায় থাকে। হিন্দু সংহতির কর্মীর দায়ের করা অভিযোগে বলা হয়েছে যে, আফজল চৌধুরীর পোস্টের মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে এবং এই পোস্টের ফলে সমাজে হিংসা ছড়িয়ে পড়তে পারে। ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পুলিস সেই অভিযোগ ইতিমধ্যে গ্রহণ করেছে এবং ওই মুসলিম যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ১৫৩(A ) এবং ৬৬(A) ধারায় মামলা রুজু করে তদন্ত করছে। তবে এখনও পর্যন্ত গ্রেপ্তারির কোনো খবর পাওয়া যায়নি। এ প্রসঙ্গে হিন্দু সংহতির শিলচর শহর কমিটির সভাপতি সায়ন পাল বলেন, পরিস্থিতির প্রেক্ষিতে অভিযুক্তকে অবিলম্বর গ্রেপ্তার করা উচিত।
শ্রী রামের নামে ফেসবুকে অশ্লীল মন্তব্য, FIR দায়ের করলো হিন্দু সংহতি
