লেখা- জয়
(১)
কৃত্তিবাসের অমর দান
বাংলা পেল রামের নাম।
(২)
রামকৃষ্ণ, রামপ্রসাদ, রামমোহন
‘রাম’ নামে মাতলো আবার বঙ্গজীবন।
(৩)
হৃদয় জুড়ে তোমার নাম
জয় শ্রী রাম, জয় শ্রী রাম।
(৪)
বাংলা জুড়ে তোমার নাম
জয় শ্রীরাম জয় শ্রীরাম।
(৫)
ভারত জুড়ে তোমার নাম
জয় শ্রীরাম জয় শ্রীরাম।
(৬)
দিলাম মনের দরজা খুলে
রামের পূজা পদ্মফুলে।
(৭)
আমি শ্রীরামের যোদ্ধা
আমার হৃদয় অযোধ্যা।
(৮)
আমার প্রাণ আমার জমি
বাঁচাতে চাই রামনবমী।
(৯)
বাবর শাহর হিংসা নয়
প্রেম সে বলো রামের জয়।
(১০)
বখতিয়ারের বাংলা নয়
বাংলা বলে রামের জয়।
(১১)
জাগালো রামে বিশ্বাস
এই বাঙ্গলার কৃত্তিবাস।