আসামের কাছাড় জেলার উধারবন্দ থানার অন্তর্গত দুর্গানগর উজানগ্রাম এলাকার বাসিন্দা সঞ্জীব দে। কয়েক পুরুষ ধরে তাঁর পরিবারের বসবাস ওই এলাকায়। কিন্তু গত ২৫শে ফেব্রূয়ারি, ২০১৯ তারিখে তাকে বাংলাদেশি ঘোষণা করে আসামের বিদেশি ট্রাইব্যুনাল(চতুর্থ) । এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে লড়াই চালিয়ে নিজেকে ভারতের নাগরিক প্রমান করার মতো অর্থনৈতিক অবস্থা ছিল না তাঁর। উপায়ন্তর না দেখে সঞ্জীব হিন্দু সংহতির বরাক ভ্যালি ইউনিটের সভাপতি শ্রী সম্রাট দত্ত-এর সঙ্গে দেখা করে সহযোগিতার আবেদন জানান।
একই জেলার কচুরদম থানার অন্তর্গত গনিরগ্রাম সোনাই এলাকার বাসিন্দা মায়ারানী দাস । তাঁর পরিবারও কয়েকপুরুষ ধরে ওই এলাকায় বসবাস করে আসছে। কিন্তু এই বছর জানুয়ারি মাসে তাকে বাংলাদেশি ঘোষণা করে আসামের বিদেশি ট্রাইব্যুনাল( ষষ্ঠ)। কিন্তু নিজেকে ভারতীয় নাগরিক প্রমান করার আইনি লড়াই চালানোর সামর্থ্য ছিল না তাঁর পরিবারের। তাঁর পরিবার হিন্দু সংহতির কাছে আওহযোগিতার আবেদন জানান ।
গত ৪ঠা এপ্রিল, বৃহস্পতিবার এই দুজনকে ন্যায় দেওয়ার লক্ষ্যে গুয়াহাটি হাইকোর্টে মামলা দায়ের করলো হিন্দু সংহতি ।এ প্রসঙ্গে শ্রী সম্রাট দত্ত বলেন, “যতদিন না এরা ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন, ততদিন হিন্দু সংহতি এদের আইনি লড়াইয়ে সহযোগী থাকবে”।