কলকাতার দুই হিন্দু নাবালিকাকে অপহরণ করে ইসলামে ধর্মান্তরের ঘটনায় জোড়াবাগান থানায় আজ হিন্দু সংহতির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো। হিন্দু সংহতির এই প্রতিনিধি দলে ছিলেন হিন্দু সংহতির সহ সভাপতি শ্রী শান্তনু সিংহ ও শ্রী সমীর গুহরায়, সম্পাদক শ্রী সুন্দর গোপাল দাস, কোষাধ্যক্ষ শ্রী সাগর হালদার এবং প্রমুখ কর্মী শ্রী অমিত মালী। প্রসঙ্গত, দুই বোনের মধ্যে ছোটবোনকে উদ্ধার করতে পারলেও, অপহরণকারী মুসলিম যুবককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিস। সেই কারণে ওই অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়ে এই ডেপুটেশন দেওয়া হয়। এছাড়াও, থানার তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা। আলোচনার শেষে দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেয় পুলিস।
অপহরণ করে ইসলামে ধর্মান্তর; জোড়াবাগান থানায় ডেপুটেশন দিলো হিন্দু সংহতি
