কলকাতার শ্রী সালাসার ভক্তবৃন্দের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল পশ্চিমবঙ্গের হিন্দুদের আশা-ভরসা হিন্দু সংহতি । এই অনুষ্ঠান কলকাতার বিধান গার্ডেনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রী সালাসার ভক্তবৃন্দের সমস্ত সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রামায়ণের সুন্দরকান্ড তুলে ধরেন কথাকার। অনুষ্ঠানে হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্যকে শ্রী সালাসার ভক্তবৃন্দের পক্ষ থেকে স্মারক দিয়ে সম্মানিত করা হয়। স্মারক তুলে দেন সালাসার ভক্তবৃন্দের সভাপতি শ্রী বীরেন্দ্র মোদীজি, সম্পাদক শ্রী সঞ্জয় পোদ্দার ছাড়াও অন্যান্য বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। হিন্দু সংহতির পক্ষ থেকে সভাপতি ছাড়াও সম্পাদক শ্রী সুন্দর গোপাল দাস, সহ সম্পাদক শ্রী সুজিত মাইতি, প্রমুখ কর্মী শ্রী টোটন ওঝা এবং শ্রী অমিত মালী উপস্থিত ছিলেন।
শ্রী সালাসার ভক্তবৃন্দের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রিত হিন্দু সংহতি
