লাভ জিহাদের শিকার হওয়া আসামের তেজপুরের এক হিন্দু তরুণী আত্মহত্যার পথ বেছে নিলো। গত ১৫ই মার্চ, আসামের তেজপুরের আমবাগান এলাকার বাসিন্দা হিন্দু তরুণী পূজা মন্ডল আত্মহত্যা করে। পরে পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিস। সেই সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে পূজা মন্ডল তাঁর বাড়ি থেকে পালিয়ে এসে রাজ বরাকে বিয়ে করে। তারপর তারা আমবাগান এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কিন্তু কয়েকদিন আগেই পূজা তাঁর স্বামীর পরিচয় জানতে পারে। সে জানতে পারে যে তাঁর স্বামী রাজ বরার আসল নাম রেইজুল আহমেদ এবং সে মুসলিম । এটা জানার পর মানসিকভাবে ভেঙে পড়ে পূজা। তারপর অপমানে আত্মহত্যা করে পূজা, এমনটাই সন্দেহ করছে পুলিস। তারপরেই রেইজুল বাড়ি ছেড়ে পালিয়ে যায়। রেইজুলের দুটি ফোন নম্বরও দিয়েছে পূজা। কিন্তু রেইজুল দু’বার ফোন ধরলেও,বর্তমানে তাঁর ফোন বন্ধ রয়েছে এবং তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এমনটাই জানিয়েছে পুলিস। এমতবস্থায় পুলিস পূজার মৃতদেহ হাসপাতালে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করায়। কিন্তু এখনও পর্যন্ত পূজার পরিবারের কারওর খোঁজ পায়নি পুলিস। সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া সত্বেও পূজার পরিবারের কেউ তাঁর মৃতদেহ এখনো আসেনি।তাই পূজার মৃতদেহ এখনও হাসপাতালের মর্গেই পড়ে আছে। তবে পুলিস রেইজুলকে গ্রেপ্তার করার জোরদার চেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে।