দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় থানা এলাকার বাসিন্দা সুপর্ণা তরফদার(নাম পরিবর্তিত) লাভ জিহাদের শিকার হয়েছিল গত ইংরেজি ২০১৮ সালের জুলাই মাসে। সুপর্ণা জুলাই মাসের ৮ তারিখে সোনারপুরের বাঘের মোড় থেকে নিখোঁজ হয়ে যায়। এর পর সুপর্ণার পিতা মেয়েকে ফিরে পাওয়ার জন্যে সোনারপুর থানায় সালাম লস্কর এবং মিন্টু লস্কর নামে দুজন মুসলিম যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন, যার FIR নম্বর-১০৯২/১৮। এরপরে তদন্তে নেমে পুলিস সালাম লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, কিন্তু সালাম লস্করকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। তারপরে সুপর্ণার পিতা কলকাতা হাইকোর্টে মেয়েকে ফিরে পাওয়ার জন্যে মামলা করেন। কলকাতা হাইকোর্ট বারুইপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন যে স্পেশ্যাল তদন্তকারী টিম গঠন করে কেসের তদন্তকারী অফিসারকে সহযোগিতা করতে, যাতে নাবালিকা সুপর্ণাকে যাতে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। এর পরেও সালাম লস্কর আগাম জামিন পেয়ে যায় আলিপুর জজ কোর্ট থেকে । কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও নির্মলবাবু তাঁর মেয়েকে ফিরে পাননি। কোনো উপায়ে মেয়েকে ফিরে না পেয়ে তিনি হিন্দু সংহতির দ্বারস্থ হন। তিনি হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্যকে লিখিত আবেদন করেন এবং মেয়েকে ফিরিয়ে দেবার জন্য কাতর প্রাথর্না করেন। এর পরেই হিন্দু সংহতির পক্ষ থেকে মেয়েকে উদ্ধার করার জন্যে পুলিস-প্রশাসনের ওপর মহলে চাপ সৃষ্টি করা হয়। শেষপর্যন্ত গতকাল মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে। হিন্দু সংহতির পক্ষ থেকে পুলিস-প্রশাসনকে ধন্যবাদ জানানো হচ্ছে ।
হিন্দু সংহতির প্রচেষ্টায় উদ্ধার লাভ-জিহাদের শিকার নাবালিকা সুপর্ণা
