মালদহ থেকে জালনোট এনে কলকাতার এজেন্টের হাতে তুলে দেবার সময় কলকাতা পুলিসের টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হলো মালদহের এক জালনোট কারবারি। কলকাতা পুলিস সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম তাফজুল হক। তাঁর বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুরে। তাকে গত ১৮ই মার্চ, সোমবার রাতে এন্টালি থানা এলাকার সিআইটি রোড থেকে ধরা হয়। তাঁর কাছ থেকে দু লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগটাই দু হাজার টাকার নোট। বেশ কিছুদিন ধরেই একটি চক্র মালদহ থেকে জালনোট এনে কলকাতা শহরে এজেন্টের হাতে তুলে দিচ্ছে। পুলিসের হাতে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে এর আগেই।এই নোট আসছে বাংলাদেশ থেকে। গোয়েন্দারা ধৃতকে জেরা করে আরও বিশদে জানতে চাইছেন।
এন্টালিতে জালনোটসহ গ্রেপ্তার তাফজুল হক
