এই বছরের ফেব্রূয়ারি মাসে নদীয়ার পলাশিপাড়া থানার বার্নিয়া আদিবাসীপাড়ায় বিধ্বংসী আগুনে পাঁচটি আদিবাসী পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এর আগে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিল হিন্দু সংহতি। সেইসময় পরিবারগুলোকে রান্নার প্রয়োজনীয় বাসনপত্র এবং অর্থ সাহায্য করা হয়েছিল হিন্দু সংহতির পক্ষ থেকে। গতকাল ১৯ই মার্চ, মঙ্গলবার ওই পাঁচটি পরিবারের হাতে মহিলাদের জন্য শাড়ি এবং পুরুষদের জন্য শার্ট দেওয়া হয়। উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সহ সভাপতি শ্রী সমীর গুহরায়, সহ সম্পাদক শ্রী সুজিত মাইতি এবং প্রমুখ কর্মী শ্রী টোটন ওঝা।
আগুনে সর্বস্ব হারানো আদিবাসীদের পাশে হিন্দু সংহতি
