নিউজল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে বন্দুকবাজের হামলায় নামাজ পড়তে আসা ৪০ জনের মৃত্যু এবং ২০জন আহত হয়েছে। সিএনএন সূত্রে জানা গিয়েছে, ক্রাইস্টচার্চের আল নুরী মসজিদে বন্দুকবাজ হামলা চালায়। সেই হামলায় অনেকের মৃত্যু হয় এবং অনেকে আহত হয়। অনুমান করা হচ্ছে যে এই ঘটনার পিছনে নিউজল্যান্ডের অভিবাসী বিরোধী, মুসলিম বিরোধী গোষ্ঠীর হাত থাকতে পারে। কারণ বেশ কিছু বছর ধরেই নিউজল্যান্ডের ভূমিপুত্ররা দেশে মুসলিম শরণার্থীদের প্রবেশের বিরোধিতা করে আসছিলেন। এমনকি নিউজল্যান্ডের মানুষজনকে ক্রমাগত ইসলামে ধর্মান্তরিত করা নিয়েও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছিল। এর ফলেই এই ঘটনা বলেই অনেকে মনে করছেন। এমনকি একজন হামলাকারী ঘটনার লাইভ করেন তার ফেসবুক একাউন্টে। ওই মসজিদে নামাজ পড়তে আসার কথা ছিল বাংলাদেশের ক্রিকেট দলের। তবে কিছুক্ষন আগেই হামলা হওয়ায় তড়িঘড়ি ক্রিকেট টিমের বাস থেকে দৌড়ে হোটেলে পালিয়ে যান। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে বহু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ।
নিউজল্যান্ডের আল নুরী মসজিদে বন্দুকবাজের হামলা, মৃত ৪০ জন মুসলিম, আহত ২০

মেহবুবা মুফতি বলেছে হামলাকারী হতাশাগ্রস্থ নিরীহ যুবক হয়। আর সবাই বলে ওদের ধর্ম হয়না।
সিরিয়াস নোট:- যদি এমন একজন দুজন করে সুইসাইড মিশনে বের হয়ে মুসলিমদের মারতে বের হয় তবে কি হবে?
LikeLike