ভারতের মানুষকে চীনা পণ্য বয়কট করার আহ্বান জানালেন যোগগুরু বাবা রামদেব। সেই আহ্বানসহ টুইট করেছেন গতকাল। সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানকে বরাবরই সমর্থন জানিয়ে আসছে চীন। এমনকি চীনের ভেটো দেওয়ার ফলে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করার চেষ্টা বাধা পাচ্ছে বারবার। তাই এবার চীনা পণ্য বর্জন করার ডাক দিলেন রামদেব। তিনি তাঁর টুইটে বলেন, ”মাসুদ আজহারের সমর্থক চীন এবং তাদের নাগরিকদের সামাজিক, রাজনৈতিক এবং বাণিজ্যিকভাবে বয়কট করা উচিত আমাদের। চীন শুধু ব্যবসার ভাষা বোঝে। তাই ওদের অর্থনৈতিকভাবে বয়কট করলে, তা ওদের কাছে যুদ্ধের থেকেও ভয়ঙ্কর হবে”।
চীনা পণ্য বয়কটের ডাক দিলেন যোগগুরু বাবা রামদেব
