গত ২৩শে ডিসেম্বর, ২০১৮ তারিখে উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁ থানার অন্তর্গত গড় আবাদ গ্রামের বাসিন্দা মাধাই সর্দারের নাবালিকা কন্যাকে অপহরণ করে নিয়ে যায় মোক্তাউদ্দিন মোল্লা। সেইসময় প্রিয়ার বয়স মাত্র ১৫ বছর ৮মাস ছিল। প্রিয়ার পিত মাধাই সর্দার মিনাখাঁ থানায় মেয়েকে ফিরে পাবার জন্যে এবং দোষীর গ্রেপ্তারের জন্যে অভিযোগ দায়ের করেনFIR নং -৩৮৪/১৮ । কিন্তু পুলিসের তৎপরতা না দেখে তিনি হিন্দু সংহতির দ্বারস্থ হন। হিন্দু সংহতির পক্ষ থেকে প্রিয়াকে উদ্ধার করার জন্যে পুলিসের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী, স্টেট চাইল্ড ওয়েলফেয়ার দপ্তরে এবং প্রধানমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়। সেইসঙ্গে প্রিয়ার পরিবারের নিরাপত্তার দিকটিও হিন্দু সংহতির কর্মীরা লক্ষ রেখেছিলো। শেষপর্যন্ত গতকাল ১২ই মার্চ রাতে মিনাখাঁ থানার পুলিস প্রিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নাবালিকা প্রিয়া উদ্ধার হওয়ায় হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য মিনাখাঁ থানার পুলিসকে ধন্যবাদ জানিয়েছেন।
হিন্দু সংহতির প্রচেষ্টায় লাভ জিহাদের শিকার প্রিয়া সর্দার উদ্ধার

হিন্দু সংহতিকে ধন্যবাদ । 🙏🏻
LikeLike
I consolidate the Hindus Please contact me to share the link
LikeLike