মুসলিমদের ভয়ে বাড়ি ছাড়া হিন্দু মহিলাকে ঘরে ফেরালো হিন্দু সংহতির কর্মীরা। গত ১০ই মার্চ, রবিবার হিন্দু সংহতির কর্মীরা মহিলাকে।সঙ্গে করে তাঁর বাড়িতে রেখে আসেন। ঘটনাটি হাওড়া জেলার অন্তর্গত বাগনান শহরের ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে আশ্রম মোড়ের বাসিন্দা শুভ্রা মিত্রের একটি পৈতৃক জমি তার ভাই ওনার অজান্তে ইউনুস নামে একজন মুসলমানকে বিক্রি করে দেন। সেইমতো মুসলমানরা ওই জমিতে একটি টিনের বাড়িও তৈরি করেন।সেটা জানার পর শুভ্রা মিত্র কোর্টে মামলা করেন এবং কোর্ট ১৪৪ ধারা জারি করে। ফলে বাড়ি তৈরির কাজ বন্ধ রাখতে বাধ্য হয় মুসলিমরা। এমতবস্থায় গত ৭ই মার্চ, বৃহষ্পতিবার ইউনুসের পরিবারের মহিলারা এবং তাঁর ছেলেরা শুভ্রা মিত্রের বাড়িতে এসে উনাকে শারীরিকভাবে নিগ্রহ করে। উনাকে মারধর করে এবং কেস তুলে নেবার জন্যে শাসিয়ে যায় । এতে আতঙ্কিত হয়ে উনি ঘর ছাড়েন। এরপর ঘটনার কথা হিন্দু সংহতির কর্মীদের জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হিন্দু সংহতির কর্মীরা ওই মহিলাকে ওনার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসেন।সেই সঙ্গে হিন্দু সংহতির কর্মীরা উনার নিরাপত্তার বিষয়টিও খেয়াল রাখবেন বলে আশ্বাস দেন। তবে যখন হিন্দু সংহতির কর্মীরা গিয়েছিলেন, সেই সময় ওই মুসলিমদের পরিবারের কেউ ছিল না, বাড়িটা তালাবন্ধ অবস্থায় ছিল।
ভিডিও লিংক -https://www.facebook.com/hindusamhatibangla/videos/331598884151961/?t=3