হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত মুর্গাবেড়িয়া গ্রাম। সেই গ্রামের শ্মশান কালী মন্দির খুবই জাগ্রত একটি মন্দির। গ্রামের বাসিন্দারা মন্দিরের পূজার সুবিধার জন্যে হিন্দু সংহতির স্থানীয় কর্মীদের কাছে একটি মাইক সেট দেবার আবেদন করেন। সেই মতো হিন্দু সংহতির পক্ষ থেকে আজ ওই মন্দিরে মাইক সেট তুলে দেওয়া হয়। এই সময় মন্দির প্রাঙ্গনে গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। এছাড়াও হিন্দু সংহতির পক্ষ থেকে সহ সম্পাদক শ্রী মুকুন্দ কোলে এবং বাগনান থানা এলাকার প্রমুখ কর্মীরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে হিন্দু সংহতিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন একজন সহৃদয় সমর্থক শ্রী তপন দেশপ্রেমী। মাইক সেট পাওয়ায় গ্রামবাসীরা স্বভাবতই খুশি এবং তাঁরা এই কাজে হিন্দু সংহতিকে সাধুবাদ জানিয়েছেন।
হাওড়ার কালী মন্দিরে মাইক দান হিন্দু সংহতির
