
সে প্রতিমার সামনে দাঁড়িয়ে প্রায় ১০ মিনিট প্রার্থনা করে। আশাপাশে কেউ না থাকায় ভেতরে গিয়ে কালী প্রতিমা টেনে নীচে ফেলে দেয় এবং ভাঙচুর করে। প্রতিমা পড়ে যাওয়ার আওয়াজ শুনে ভেতরে থাকা পুরোহিতের সহকারী ও পরিচ্ছন্নকর্মী দৌড়ে গিয়ে যুবককে ধরে ফেলেন।
পরে তাকে পুলিশে দেওয়া হয়। পুলিশের কাছে সে স্বীকার করে, সে আসলে কোন হিন্দুু নয়, তার আসল নাম রাশেদুল হাসান। মিরপুর ১১ নম্বর এভিনিউ এলাকার বাসিন্দা।
এই ঘটনায় মিরপুরের হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে। তাদের সন্দেহ এ প্রতিমা ভাঙচুর এর পেছনে বড় দুস্কৃতিকারীরা জড়িত রয়েছে। সেইসঙ্গে তাঁরা গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।