গত ১৮ই ফেব্রূয়ারি আসামের কাছাড় জেলার ভুবনখালের উপজাতি হিন্দু রিয়াংদেরকে ভিটে ছাড়তে হয়েছিল খ্রিস্টান মার উপজাতির আক্রমণের মুখে পড়ে, কারণ রিয়াং হিন্দুরা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতে চায়নি। তারপরেই তাদের জিরিঘাট এলাকায় আশ্রয়, খাদ্যের ব্যবস্থা করেছিল হিন্দু সংহতির বরাক ভ্যালি ইউনিট। সেইসঙ্গে প্রশাসনের কাছে উচ্ছেদ হওয়া রিয়াংদের পুনর্বাসনের দাবি জানানো হয়েছিল হিন্দু সংহতির পক্ষ থেকে। সেই মতো আজ হিন্দু সংহতির কর্মীরা এবং স্থানীয় থানার পুলিসকর্মীরা রিয়াংদেরকে তাদের বাড়িতে ফিরিয়ে দেন। সেইসঙ্গে স্থানীয় প্রশাসন রিয়াংদের নিরাপত্তার সমূহ দায়িত্ব নিয়েছে।
হিন্দু সংহতির উদ্ধারবন্দ শাখার সদস্যরা অনেকটা পাহাড়ি পথ পেরিয়ে রিয়াং হিন্দুদের তাদের নিজের বাড়িতে পৌঁছে দেন। উপস্থিত ছিলেন হিন্দু সংহতির বরাক ভ্যালি ইউনিটের সভাপতি শ্রী সম্রাট দত্ত।
ভিটে-মাটি থেকে উচ্ছেদ হওয়া রিয়াং হিন্দুদের ঘরে ফেরালো হিন্দু সংহতি
