বাংলাদেশের প্রথম শ্রেণীর সংবাদপত্র কালের কণ্ঠ-এর হিন্দু সাংবাদিক শ্রী ছোটন কান্তি নাথকে হত্যার উদ্দেশ্যে হামলা চালালো একদল দুষ্কৃতী। এমনকি তাঁর বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, গতকাল ২৫শে ফেব্রূয়ারি ভোররাতে ছোটোনা নাথের কক্সবাজারের চকরিয়ার বাড়িতে বাইকে চেপে আসে একদল দুষ্কৃতীরা। তারা বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। না পেরে, বাড়ির জানালা লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। তারপরে বাড়ির লোকেরা জেগে উঠলে পালিয়ে যায়। পরে ছোটনবাবু পুলিসে খবর দেন। পুলিস এসে ঘটনার তদন্ত করে। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস।
কালের কণ্ঠ-এর সাংবাদিক ছোটন কান্তি নাথের বাড়িতে হামলা দুষ্কৃতীদের, চললো গুলি
