আসামের কাছাড় জেলায় হিন্দু রিয়াং উপজাতির বসবাস কয়েকশ বছর ধরে। সেখানেই বসবাস করে মার উপজাতিরা।কিন্তু খ্রিস্টান মিশনারিদের প্রভাবে এই মার(Hmar) উপজাতির বিশাল সংখক মানুষ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে। তারপরেই বিভিন্ন ভাবে রিয়াং উপজাতির হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য চাপ দেওয়া হতে থাকে।কিন্তু এতকিছুর পরেও রিয়াং হিন্দুরা ধর্মান্তরিত হয়নি। আর তার ফলেই তাদের ওপর নেমে এলো খ্রিস্টানদের আক্রমণ। গত ১৮ই ফেব্রুয়ারি একদল মার(Hmar) উপজাতির খ্রিস্টান যুবক রিয়াংদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে আতঙ্কিত রিয়াং হিন্দুরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। তাঁরা জিরিঘাটে পালিয়ে আসে। ঘটনার খবর পেয়ে হিন্দু সংহতির বরাক ভ্যালি ইউনিটের সম্রাট দত্তের নেতৃত্বে হিন্দু সংহতির কর্মীরা ভিটে-মাটি ছাড়া রিয়াংদের সঙ্গে দেখা করেন। তারপর হিন্দু সংহতির উদ্যোগে তাদেরকে জিরিঘাট ইউনাইটেড ক্লাবে আশ্রয়ের ব্যবস্থা করা হয়, তাদেরকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।বর্তমানে তাঁরা ওই স্থানে রয়েছেন।
ভিটে-মাটি ছাড়া রিয়াং হিন্দুদের পাশে দাঁড়ালো হিন্দু সংহতি

হিন্দু সংহতির পক্ষ থেকে রিয়াং হিন্দুদের পুনর্বাসন-এর দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। সেই সঙ্গে অভিযুক্ত মার(Hmar) খ্রিস্টান যুবকদের গ্রেপ্তার করারও দাবি জানানো হয়েছে। প্রশাসন যদি হিন্দু সংহতির দাবি না মেনে নেয়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে হিন্দু সংহতি, এমনটাই জানিয়েছেন বরাক ভ্যালি ইউনিটের সভাপতি শ্রী সম্রাট দত্ত