কাশ্মীরে ভারতীয় সেনাদের কনভয়ে জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখালেন হিন্দু সংহতির সদস্যরা। গতকাল ১৫ই ফেব্রূয়ারি, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার বাটার মোড় অবরোধ করে পাকিস্তানের পতাকা পোড়ানো হলো বনগাঁর হিন্দু সংহতির নেতা অজিত অধিকারীর নেতৃত্বে । এদিন হিন্দু সংহতির সদস্যরা সংগঠনের পতাকা নিয়ে সারা বনগাঁ শহর ঘুরে বাটার মোড়ে অবস্থান বিক্ষোভ করে। পরে ৩০ মিনিট বাটার মোড় অবরোধ করে পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। এই অবরোধ ও বিক্ষোভে সামিল হয় সাধারণ পথ চলতি মানুষও। অবরোধকারীরা জানায়, মারের বদলা মার। মিছিলের পর শহীদ জওয়ানদের উদ্দেশ্যে শোক পালন করা হয়।
সেনা জওয়ানদের ওপর হামলার প্রতিবাদে বনগাঁতে পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভ হিন্দু সংহতির
