মায়ানমার থেকে পালিয়ে এসে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। মানবিকতার কারণ দেখিয়ে তাদেরকে সবরকমের সুযোগ সুবিধা দিয়েছিল বাংলাদেশ সরকার। সরকারের উদ্যোগে তাদেরকে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ এলাকায় রাখা হয়েছে। কিন্তু রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশে এসেই মাদক পাচার, খুন, চুরি ইত্যাদি কাজ চালাতে থাকে। মূলত তাদের মাধ্যমেই বাংলাদেশে নিষিদ্ধ মাদক ইয়াবা কারবারের রমরমা হয়। কিন্তু বিশাল সংখক রোহিঙ্গা মুসলমান সীমান্তের নজর এড়িয়ে এদেশে প্রবেশ করে এবং সম্পূর্ণ বেআইনিভাবে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাস করছে। আর ভারতে থাকা সেই সব রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে মাদক দ্রব্য ইয়াবা ভারতে নিয়ে আসছে। কিন্তু মাদক ইয়াবা কি? ইয়াবা হলো একটি নেশার ট্যাবলেট, যা দেখতে গোলাপি রঙের হয়। মেথাফেটামাইন এবং ক্যাফেইনের মিশ্রনে এই ট্যাবলেট তৈরি হয়। এই ট্যাবলেট প্রচুর পরিমানে ধরা পড়েছে বাংলাদেশে। ধরা পড়া পাচারকারীদের বেশিরভাগই রোহিঙ্গা মুসলিম। বাংলাদেশের গোয়েন্দাদের জেরায় জানা গিয়েছে যে রোহিঙ্গা মুসলিমরা এই ইয়াবা ট্যাবলেট ভারতে থাকা রোহিঙ্গা মুসলিমদের মাধ্যমে ভারতে পাচার করছে। ফলে যদি এই মাদক পাচার না আটকানো হয়, তবে ভারতে যুবসমাজে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
ভারতে মাদক কারবার চালাচ্ছে রোহিঙ্গা মুসলিমরা
