প্রথমে মহিলাকে দেখে অশ্লীল মন্তব্য। তার পর গায়ে পড়ার চেষ্টা। বারবার বিরক্তি প্রকাশ করছিলেন মহিলা। কিন্তু নিরস্ত করতে পারেননি। বরং, উত্যক্ত করার মাত্রা বাড়তেই থাকে। এমনকী, মহিলার মোবাইল নম্বর নেওয়ার অছিলায় তাঁর গায়েও হাত দেয় এক যুবক। চলন্ত বাসে বেশ কিছুক্ষণ ধরেই চলছিল এই পর্ব। সহযাত্রীদের কেউ কেউ সামান্য বিরক্তি প্রকাশ করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। শেষমেশ তরুণীর চিৎকারে টহলদারি পুলিশ বাস থামিয়ে পাকড়াও করল তিনজনকেই। ঘটনাটি গত ২৬শে জানুয়ারী, শনিবার রাতে প্রগতি ময়দান থানা এলাকার। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন পারভেজ, মুজিবর ও আফতাব। তাঁরা বাসন্তী হাইওয়ের ধারে একটি চামড়ার কারখানায় কাজ করেন। ধৃতদের বিরুদ্ধে শ্লীলতাহানি, কটূক্তি ও একই উদ্দেশে অপরাধের মামলা রুজু হয়েছে।