পূর্বপুরুষের সনাতন হিন্দুধর্মে ফিরে এলেন আলিপুরদুয়ারের কোহিনুর চা বাগানের খ্রিস্টান তরুণী অপর্ণা ওঁরাও(নাম পরিবর্তিত)। বহু বছর আগে অপর্ণার পরিবারকে দারিদ্র্যের সুযোগ নিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। সেই থেকে তাঁর পরিবারের সব সদস্যই খ্রিস্টান ধর্ম মেনে চলতেন। এর মধ্যে বিগত কয়েকবছর ধরে অপর্ণার সঙ্গে ধৈলাঝরা চা বাগানের শ্যাম খাড়িয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অপর্ণাকে বিয়ে করতে চাইলে স্থানীয় চার্চ-এর নেতৃত্বে খ্রিস্টানরা বাধা দেয়। এই পরিস্থিতিতে স্থানীয় হিন্দু সংহতির কর্মীরা সাহায্যে এগিয়ে আসে। এমনকি শ্যামের পরিবারও প্রথম দিকে খ্রিস্টান তরুণীকে বিয়ের ব্যাপারে বাধা দেয়। কিন্তু হিন্দু সংহতির কর্মীদের ব্যবস্থাপনায় স্থানীয় শিব মন্দিরে সনাতন, বৈদিক মতে অপর্ণাকে হিন্দুধর্মে ফিরিয়ে আনা হয়। তারপর ওই শিবমন্দিরে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপরই শ্যাম খাড়িয়ার পরিবার নতুন বধূকে আপন করে নেন। হিন্দু সংহতির পক্ষ থেকে ভবিষ্যতেও এই দম্পতির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
হিন্দুধর্মে ফিরলেন আলিপুরদুয়ারের খ্রিস্টান তরুণী অপর্ণা
