মালদহের বৈষ্ণবনগর থানার তেলিপাড়া সড়ক থেকে বাইকে করে নিয়ে যাওয়ার পথে এক ব্যক্তির কাছ থেকে পৌনে পাঁচ লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত করেছে বিএসএফ। বুধবার ভোররাতে হঠাৎপাড়া লিঙ্ক রোডের কাজ থেকে সন্দেহভাজন এক বাইক আরোহীকে বিএসএফ আটক করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে ওই জালনোট বাজেয়াপ্ত হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইকবাল শেখ। ধৃত ওই যুবক শব্দলপুরের কুশলপাড়ার বাসিন্দা। ধৃতের কাছ থেকে ২৩৮টি নতুন ২০০০ টাকার জালনোট মিলেছে। উদ্ধার হওয়া টাকার পরিমান ৪লক্ষ ৭৬ হাজার টাকা। গতকাল ২৩শে জানুয়ারী, বুধবার ধৃতকে বৈষ্ণবনগর থানার পুলিসের হাতে পরবর্তী তদন্তের জন্যে তুলে দেয় বিএসএফ ।