বাঙালি হিন্দুর মাটি বাঁচানোর লড়াইয়ের নাম হিন্দু সংহতি। বাঙালি হিন্দুর সম্মান বাঁচানোর লড়াইয়ের নাম হিন্দু সংহতি। পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি হিন্দুর অধিকার রক্ষার লড়াইয়ের নাম হিন্দু সংহতি। জেহাদ মুক্ত পশ্চিমবঙ্গের স্বপ্নকে বাস্তবায়নের সংকল্পের নাম হিন্দু সংহতি।
ভারত একটি হিন্দু রাষ্ট্র, মন্তব্য হিমন্ত বিশ্বশর্মার
ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়, বরং এটি একটি হিন্দু রাষ্ট্র, যা বিগত ৫০০০ বছর ধরে থেকে এসেছে- এমনই মন্তব্য করলেন আসামের মন্ত্রী শ্রী হিমন্ত বিশ্বশর্মা। গতকাল ২২শে জানুয়ারী, মঙ্গলবার সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে তিনি এমনই মন্তব্য করেন। সাংবাদিক প্রশ্ন করেন যে, সংবিধান তো ধর্মনিরপেক্ষ, সেখানে কি করে হিন্দুত্বের কথা বলতে পারেন আপনি। প্রশ্নের উত্তরে হিমন্ত বিশ্বশর্মা বলেন যে ধর্মনিরপেক্ষতা একটা শব্দ মাত্র। ভারতবর্ষ বিগত ৫০০০ বছর ধরে একটি হিন্দুরাষ্ট্র , যেখানে সনাতন, বৈদিক ধর্মের ঐতিহ্য বিরাজ করছে। শুধু মাত্র ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে সেই ঐতিহ্যকে অবহেলা করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। তবে তার এই মন্তব্য ঘিরে আসামের সেক্যুলার মিডিয়া তাঁর বিরুদ্ধে নেমে পড়েছে। অনেকেই তাঁর বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ তুলেছেন। তা সত্বেও তিনি তাঁর মন্তব্যে অনড় রয়েছেন।