পশ্চিমবঙ্গের ইসলামীকরণ চলছে পুরোদমে, কিন্তু তা চলছে নীরবে। এর আগেই কলকাতার হলদিরাম বাস-স্টপের নাম পাল্টে হজ হাউস বাস-স্টপ করা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের চাঁপাডালি মোড়ের বাস স্টপের নাম পাল্টে ‘তিতুমীর বাস টার্মিনাস’ করা হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন বারাসাতের সিরাজ উদ্যান। বারাসত শহরে জেলাশাসকের অফিসের পাশেই এই হাতিপুকুর অবস্থিত। কিন্তু পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের অভাবে হাতিপুকুর মজে গিয়েছিল। আবর্জনা জমতে জমতে পুকুরের জল কালো হয়ে দুর্গন্ধ বের হতো। এই হাতিপুকুরের সঙ্গে সিরাজদৌল্লার স্মৃতিও জড়িয়ে রয়েছে। অনেকে বলেন, সিরাজদৌল্লা এই পথ দিয়ে যাওয়ার সময় তাঁর হস্তী বাহিনীকে এখানেই বিশ্রাম দিতেন। এই পুকুরেই হাতিরা জল খেত বলে নাম হয়েছে হাতিপুকুর। আড়াই বছর আগে বারাসতের সংসদ সদস্য ডাঃ কাকলি ঘোষদস্তিদার এই হাতিপুকুর সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। ২০১৬ সালের ২৩ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে এই উদ্যানের কাজের শুভারম্ভও করেন। নিজের সংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা অনুদানও দেন। গত ১২ই জানুয়ারী, শনিবার ডাঃ কাকলি ঘোষদস্তিদার এর উদ্বোধন করেন। কিন্তু উদ্যান সংস্কার করার পর আগের নাম হাতিপুকুর উদ্যান রাখা হলো না কেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
পশ্চিমবঙ্গের ইসলামীকরণ : বারাসাতের হাতিপুকুর হলো সিরাজ উদ্যান
