ব্লক প্রশাসনের বিরুদ্ধে কীর্তন বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে গতকাল ১২ই জানুয়ারী, শনিবার কোচবিহারের ধলুয়াবাড়িতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় হিন্দু বাসিন্দারা। জানা গিয়েছে, গত ১১ই জানুয়ারী, শুক্রবার রাতে ধলুয়াবাড়িতে কীর্তনের আসর বসেছিল। সেই সময় স্থানীয় বিডিও এবং পুলিস গিয়ে কীর্তনের মাইক বন্ধ করে দেয় বলে অভিযোগ। গভীর রাতে মাইকে কীর্তন হওয়ার জেরে বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত হচ্ছে এই অভিযোগেই সেসময় কীর্তন বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ব্লক প্রশাসনের দাবি, স্থানীয় কয়েকজনের অভিযোগের জেরেই মাইক বন্ধ করার অনুরোধ করা হয়েছিল। কোনওভাবেই কোনও ভাবাবেগে আঘাত করার অভিপ্রায় ছিল না। এদিকে স্থানীয় হিন্দু বাসিন্দারা জানিয়েছেন, কীর্তন অনুষ্ঠান দীর্ঘদিন ধরে হয়ে আসছে। সেইসঙ্গে তারা অভিযোগ করেছেন, জেলার বিভিন্ন জায়গায় গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে নানা ধরনের অনুষ্ঠান হয়। তখন কেন বন্ধ করা হয় না? ঘণ্টাখানেক ধরে এই অবরোধ হয়। এতে দিনহাটা থেকে কোচবিহার যাওয়ার রাস্তায় ব্যাপক যানজট হয়। পরে বিডিও, স্থানীয় জনপ্রতিনিধিরা, পুলিস গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। বিক্ষোভকারীরা বলেন, বিডিও গিয়ে আমাদের কীর্তন বন্ধ করে দিয়েছেন। এটা আমরা কোনওভাবেই মানব না।
কোচবিহারে কীর্তন অনুষ্ঠানের মাইক বন্ধ করলো প্রশাসন, প্রতিবাদে রাস্তা অবরোধ হিন্দুদের

Great and wonderful effort. Congrats for your courage.
LikeLike