শীতের প্রকোপে নিতান্ত অসহায় হতদরিদ্র আদিবাসী ভাই বোনেদের মুখে সামান্য হাসি ফোটাতে তাদের বাড়ীর উঠোনে পৌছে গেলো হিন্দু সংহতি।বাস রাস্তা থেকে চার কিলোমিটার ভেতরে বালুরঘাট ব্লকের ডাঙ্গা অঞ্চলের প্রত্যন্ত মাধবপাড়া গ্ৰামে আদিবাসী ভাইদের বাড়ীর উঠোনে গিয়ে তাদের হাতে কম্বল তুলে দিয়ে এলেন হিন্দু সংহতির কার্যকর্তা শ্রী প্রমিত লাহা এবং শ্রী রজত রায়। এখনো ঐ গ্ৰামে লাঙ্গল দিয়ে চাষ হয়। বহু মানুষ সেখানে সম্পূর্ণ অসহায়, নিঃস্ব। তাদের পাশে থাকার বার্তা দিতে হিন্দুসংহতির এই প্রয়াস।
বালুরঘাটে আদিবাসীদের কম্বল বিতরণ হিন্দু সংহতির
