ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৫ সদস্যের একটি রোহিঙ্গা মুসলিম পরিবারকে গত ৩রা জানুয়ারী, বৃহস্পতিবার মায়ানমারে ফেরত পাঠালো কেন্দ্র সরকার, সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এমন খবর জানা গিয়েছে। আরো জানা গিয়েছে যে ওই রোহিঙ্গা মুসলিম পরিবারটি গত ২০১৪ খ্রিস্টাব্দে বেআইনিভাবে মনিপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং পরে আসাম পুলিসের হাতে গ্রেপ্তার হয়। সেই থেকে তারা আসামে জেলবন্দি ছিল। কিন্তু গত বছর কেন্দ্র সরকার ঘোষণা করে যে রোহিঙ্গা মুসলিমরা ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। আর তারপরেই এদেশে অবৈধভাবে থাকা রোহিঙ্গা মুসলিমদের চিহ্নিত করার কাজ শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং তারপরেই রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। সেই মতো গত বছরে অক্টোবর মাসে ৭জন রোহিঙ্গা মুসলিমকে মায়ানমারে ফেরত পাঠানো হয়। তারপরেই ৫ জন রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠানো হলো। তাদেরকে মনিপুর সীমান্ত দিয়ে মায়ানমারে ফেরত পাঠানো হয়। সংবাদ সংস্থা রয়টার্স ওই রোহিঙ্গা মুসলিমদের একটি ছবিও প্রকাশ করেছে, যাতে ওই রোহিঙ্গাদের সঙ্গে ভারত এবং মায়ানমারের বিদেশমন্ত্রকের অফিসারদের দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
৫রোহিঙ্গা মুসলিমকে মায়ানমারে ফেরত পাঠালো কেন্দ্র
