আদিবাসী হিন্দু ভাই-বোনদের মুখে একটুখানি হাসি ফোটানোর লক্ষ্যে গত ৬ই জানুয়ারি, রবিবার হিন্দু সংহতির উদ্যোগে বালুরঘাট ব্লকের মালঞ্চা আয়নাপাড়া গ্ৰামে রবিবার দুস্থ আদিবাসী ভাই বোনদের মধ্যে কম্বল বিতরন করা হয়। এই অনুষ্ঠানে দুঃস্থ আদিবাসী বৃদ্ধ-বৃদ্ধা এবং মহিলাদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। হিন্দু সংহতির পক্ষ থেকে ৫৮জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির স্থানীয় কর্মকর্তা শ্রী রজত রায় মহাশয়, বালুরঘাট সদর হাসপাতালের (অবসরপ্রাপ্ত) স্টোর ইনচার্জ শ্রী গৌরীশঙ্কর রায়, বালুরঘাট জেলা আদালতের আইনজীবি শ্রী প্রদীপ সরকার, মুহুরি শ্রী নিশিকান্ত পাহান, পঞ্চায়েত সদস্যা শ্রীমতি সাদ্রী ওরাও এবং আরো অনেকে। সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা হিন্দু সমাজের ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বলেন এবং বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আদিবাসী সমাজকে আরো সক্রিয়ভাবে হিন্দুসমাজে অগ্ৰনী ভূমিকা নেবার আহ্বান জানান। দল নয়, গোষ্ঠী নয়, ভাষা নয়, বর্ণ নয়, পেশা নয়, পরিচিতি একটাই হোক- আমরা হিন্দু; এই বার্তাই দেন বক্তারা।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আদিবাসীদের কম্বল বিতরণ হিন্দু সংহতির
